এক নজরে কম্পিউটারের সকল কম্পোনেন্ট সমূহ সম্পর্কে ধারনা দিতেই আজকের এই পোষ্টটি । খুবদ্রুত আমরা একটি কম্পিউটারের বাকি বিষয় গুলো নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করবো, যেমন কম্পিউটার প্রোগ্রামিং, ইন্টানেট, নেটওয়াকিং, মাল্টিমিডিয়া ইত্যাদি নিয়ে আলোচনা করব তাই শুরু করতেই কম্পিউটার এবং কম্পিউটার কম্পোনেন্ট সম্পর্কে জানা দরকার । সেই বিষয় গুলোর মাঝে কোথায় কম্পোনেন্ট সমূহ উল্লেখ হতে পারে তারেই ধারাবাহিকতায় আজকের এই পোষ্টটি । সংক্ষিত ভাবে সহজ ভাবে সঙ্গায়িত করার চেষ্টা করে ছি কোথায় বুঝতে সমস্যা হলে উইকিপিডিয়া তে দেখে নিতে পারেন নয়তা কমেন্ট বক্স ত আছেই তবে চলুন জানা যাক কম্পিউটার কম্পোনেন্ট সমূহ ।
কম্পিউটার কম্পোনেন্ট
🔰 সি.পি.ইউ
🔰 কম্পিউটার বাস ঃ কম্পিউটারের আমরা ইনপুট দেই এবং সেই ইনপুট সি.পি. ইউ প্রক্রিয়া করে আউটপুটে প্রদান করে আর এই কাজটি করতে ডাটা বা তথ্য কে এক স্থান থেকে অন্য স্থানে চলালত করতে হয় তবেই আমরা ফলাফল পাই, কম্পিউটার তথ্য চলাচল করতে যে রাস্তা বা পথ ব্যবহার করে তাকে কম্পিউটার বাস বলে ।
বাস দুই প্রকার ঃ ১. সিস্টেম বাস
২. এক্সপানশন বাস
সিস্টেম বাস ৩ প্রকার ঃ ১. ডেটা বাস - এই বাস দিয়ে ডেটা চলাচল করে
২. আড্রেস বাস - এই বাস দিয়ে মেমরি তথ্য সংরক্ষন বা সংযোগ করতে ব্যবহার করা হয় ।
৩. কন্ট্রোল বাস - এই বাস দারা নির্দেশনা প্ররন করা হয় ।
🔰 মেমোরি ঃ
মেমোরি বা স্মৃতি ঃ কম্পিউটারে যে যন্ত্র দারা তথ্য বা উপাত্ত সংরক্ষন করা হয় তাকে মেমোরি বলে ।
মেমোরি দুই প্রকার ঃ ১. প্রধান মেমোরি
২. সহকারী মেমোরি
প্রধান মেমোরি ঃ সরাসরি সি.পি. ইউ সাথে কাজ বা প্রক্রিয়া করতে ব্যবহার করা হয় তাকে প্রধান মেমোরি বলে । প্রক্রিয়াকরন অংশের সাথে সরাসরি সংযুক্ত থাকায় দ্রুত কাজ করে ।
প্রধান মেমোরি দুই প্রকার ঃ ১ . র্যাম
২. রম
🔰 র্যাম ঃ র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি । র্যামে তথ্য ধারণ অস্থায়ী ভিত্তিতে হয়ে থাকে। চলিত ( রানিং) আমরা যে প্রোগ্রম ব্যবহার করি তা বন্ধ করার আগ পর্যন্ত অস্থায়ী ভাবে তথ্য র্যামে সংরক্ষ করে থাকে ।র্যামের তথ্য পরিবর্তনশীল এবং পুনরায় ব্যবহার করা যায় । কম্পিউটারে বিভিন্ন ধারন কৃত সাইজ পাওয়া যায় । যে কম্পিউটারে র্যাম সাইজ যত বেশি হবে সে কম্পিউটারের কাজের গতি ও তত বেশি হবে । যা শুরুর দিকে সাইজ ছিলো ১ এমবি ধীরে ধীরে ৫১২ এমবি আর আজ কাল পার্সোনাল কম্পিউটারে ১২ জিবি র্যাম পাওয়া যায় ।
🔰 রম ঃ রিড অনলি মেমোরি। স্থায়ায়ী ভাবে তথ্য সংরক্ষন করা হয় এবং প্রয়োজনে পরিবর্তন করা যায় । বিদুৎ চলে গেলেও রমে সংরক্ষিত ডেটা মুছে যায় না । মার্দারবোর্ড তৈরীর সময় কম্পানি েএটি জুরে দেন । যে ডেটা গুলো বার বার পরিবর্ত করতে হয় না যেমন ফার্মওয়ার রমে থাকে ।
🔰 ক্যাশ মেমরি ঃ প্রসেসররে সহায়ক মেমোরি ক্যাশ মেমোরি । প্রসেসরর এবং র্যাম এর মাঝ পথে প্রচুর দ্রুত গতি সম্পন্ন মেমরি হচ্ছে ক্যাশ মেমোরি । আকার এবং আয়তনে সব থেকে ছোট মেমোরি হচ্ছে ক্যাশ মেমোরি ।
🔰 উএসবি ঃ উএসবি অর্থ ইউনিভার্সাল সিরিয়াল বাস । যার দারা ৩০০ টিও বেশি বিভিন্ন টাইপ ডিভাইস কম্পিউটারে সংযুক্ত করা যায় ।
0 Comments