ফার্মওয়্যার  ঠিক কার্নেল এর মত সফটওয়্যার । যা হার্ডওয়ার এবং সফটওয়্যার  মধ্যে সেতুবন্ধ হয়ে কাজ করে ।


ফার্মওয়্যার  ঠিক কার্নেল এর মত সফটওয়্যার । যা হার্ডওয়ার এবং সফটওয়্যার  মধ্যে সেতুবন্ধ হয়ে কাজ করে ।  ভিন্ন ভিন্ন হার্ডওয়ার  পরিচালনার জন্য ভিন্ন   ভিন্ন  ফার্মওয়্যার  ডিজাইন করা হয় ।


 যেমন  কেমেরার জন্য একটি ফার্মওয়্যার  কেমেরা থেকে ছবি উঠানোর জন্য ডিজাইন করা অপর দিকে আকাশে ড্রন উরানোর ওর নিদিষ্ট ফার্মওয়্যার । একই অপারেটিং সিস্টেম  একাধিক  ফার্মওয়্যার   থাকতে পারে একাধিক হার্ডওয়ার   পরিচালনার জন্য। 


অপারেটিং সিস্টেম বা ডিভাইস ভেদে ফার্মওয়্যারের গঠন আলাদা আলাদা হয়ে থাকে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ফার্মওয়্যার  এবং লিনাক্স এর ফার্মওয়্যার  সম্পূর্ণ রুপে ভিন্ন হবে। তেমনি এক ফোনের সাথে আর এক ফোনের ফার্মওয়্যার  মিলবে না, মডেল ভেদে ফার্মওয়্যার  বিভিন্ন হবে। অনকে সময় আমরা লক্ষ করি ফার্মওয়্যার  আপডেট চাচ্ছে সিস্টেমে।  ফার্মওয়্যার আপডেট থাকলে ডিভাইসের কর্ম দক্ষতা বাড়েবে, কম্পিউটারের ক্ষেত্রে অনেক বেশি ডিভািইস সনাক্ত করতে পারবে।

সহজ ভাবে বলতে গেলে ডিভাইকে অপারেট করতে ফার্মওয়্যার । অডিও সিস্টেম জন্য অডিও ফার্মওয়্যার , ভিডিও সিস্টেমের জন্য ভিডিও ফার্মওয়্যার , নেটওয়ার্ক কানেক্ট এর জন্য নেটওয়ার্ক ফার্মওয়্যার সেট আপ করতে হয়। যা ডিভাইস ভেদে কম্পিউটার ভেদে আলাদা।

রিয়েলটেক অডিও  ফার্মওয়্যার  যা অডিও জন্য ব্যবহার করা হয়।


রিয়েলটেক অডিও  ফার্মওয়্যার।  এটি একটি কম্পিউটারের অডিও ডিভাইস কানেক্ট করার ফার্মওয়্যার (farmware)। এটি ছাড়া অডিও প্লে হবে কিন্ত সাউন্ড আসবে না। কারন কম্পিউটার কোন ডিভাইসে সাউন্ড দিবে কি ভাবে দিবে তা ফার্মওয়্যার  এই নির্দেশনা দেয়। যার ফলে কম্পিউটার কোন ডিভাইসের কি কাজ তা বুঝতে পারে সে অনুযায়ী কাজ করে।



Realtek Ethernet Farmware কি ভাবে সেট আপ করবেন।


উপরের Realtek Ethernet Farmware Install Interface দেখানো হয়েছে। কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিতে গেলেই পাবে না এর জন্য লাগবে ফার্মওয়্যার । ফার্মওয়্যার  ছাড়া কম্পিউটার ইন্টারনেট কানেশন পাবে না। এভাবে প্রতিটি ডিভাইস কর্ম ম্পাদন এর জন্য একটি করে ফার্মওয়্যার  থাকে। 


ফার্মওয়্যার  কোথায় পাবেন?

এটি একটি দারুন প্রশ্ন ফার্মওয়্যার  কোথায় পাওয়া যাবে বা কি ভাবে পাবেন। উপরের আগেই বলে টি প্রতিটি ডিভাই এবং কম্পিউটারের মডেল ভেদে আলাদা আলাদা ফার্মওয়্যার । এক ডিভাইসের ফার্মওয়্যার  অন্য ডিভাইসে সার্পোট করবে না । তেমনি মডেল ভেদে এক কম্পিউটারের ফার্মওয়্যার  অন্য কম্পিউটারে চলবে না। উদাহরন হিসাবে বলা যেতে পারে আপনি আপনার কম্পিউটারে মিউজিক শুনবেন এর জন্য আপনাকে অডিও ফার্মওয়্যার  সেটআপ দিতে হবে কিন্ত আপনি দিলে ইন্টারনেট ফার্মওয়্যার  সেটআপ তবে আপনি মিউজিক শুনতে পাবেন না। তেমনি Lenovo ফার্মওয়্যার  HP তে ব্যবহার করা যাবে না। তারা আলাদা আলাদা কম্পানি তাদের ফার্মওয়্যার  ভিন্ন  ভিন্ন ভাবে ডিজাইন করা। 

যে ভাবে পাবেন ফার্মওয়্যার  - প্রায় প্রতিটি কম্পিউটার বা ডিভাইস সরবরাহ কারী প্রতিষ্ঠার তাদের ডিভাইসের ফার্মওয়্যার  সমূহ তাদের ওয়েব সাইটে দিয়ে রাখে,  আপনি আপনার নিদিষ্ট কাঙ্খিত মডেলটি সার্চ করে ডাউনলোড করে নিতে হবে। 



Tag: #farmware #kernel