আউটপুট ডিভাইস ঃ কম্পিউটার যে সকল যন্ত্র দ্বারা তার ফলাফল প্রদান করে তাকে আউটপুট ডিভাইস বলে।
উদাহরন ঃ
- মনিটর
- প্রজেক্টর
- স্পিকার
- প্রিন্টার
মনিটর ঃ চারকোনা পর্দার মত দেখতে অংশটিকে মনিটর বলা হয়। এটি একটি কিম্পিউটারের গুরুত্ব পূর্ন আউটপুট ডিভাইস যাতে কম্পিউটারের ফলাফল প্রর্দশ হয় । আকারে ভিত্তিতে বাজারে বিভিন্ন ধরনের মনিটর পাওয়া য়ায ১৪ ইঞ্চি, ১৭ ইঞ্চি, ২১ ইঞ্চি, ৩২ ইঞ্চি এবং আরো ।
স্পিকার ঃ শব্দ শোনার জন্য বা ছোট শব্দগুলোকে বধির্ত করে শোনার জন্য ব্যবহার করা হয় স্পিকার ।কম্পিউটারে সাধারনত বহিঃত্ব ভাবে স্পিকার ব্যবহার হয়ে থাকে । লেপটপে সংযুক্ত থাকে । বাজারে বিভিন্ন ধরনের স্পিকার পাওয়া যায় আকার আকৃতি তে বিভিন্ন ধরনের হয়ে থাকে ।
প্রিন্টার ঃ যে যন্ত্রদারা প্রাপ্ত ফলাফল কাগজে ছাপানো যায় তাকে প্রিন্টার বলে। সময়ের পরিক্রমায় বিভিন্ন ধরনের প্রিন্টারে আর্ভীর ভাব হয়ে ছে । যেমন লেজার প্রিন্টার, ডট মেট্রিক্স প্রিন্টার, লাইন প্রিন্টার, সিরিয়াল প্রিন্টার ইত্যাদি ।
0 Comments