সি.পি.ইউ এর পূর্ণরুপ হচ্ছে , সি = সেন্ট্রাল, পি = প্রসেসিং , ইউ =  ইউনি । সেন্ট্রাল প্রসেসিং ইউনি ‍অথাৎ কেন্দ্রীয় প্রক্রিয়ণ বিভাগ।




সি.পি.ইউ ঃ  সি.পি.ইউ এর পূর্ণরুপ হচ্ছে , সি = সেন্ট্রাল, পি = প্রসেসিং , ইউ =  ইউনি । সেন্ট্রাল প্রসেসিং ইউনি ‍অথাৎ কেন্দ্রীয় প্রক্রিয়ণ বিভাগ। এটি কম্পিউটারের প্রধান অংশ। ১৯৭১ সালে ইন্টেল সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে । যাকে কম্পিউটারের মস্তিষ্ক  বলা হয় । 

এই  অংশে কম্পিউটারের যাবতীয় অভান্তরীন কাজ হয়ে থাকে । ইনপুট থেকে তথ্য  সি.পি.ইউ সংগ্রহ করে তার পর সেই তথ্য প্রক্রিয়াকরণ করে তা ফলাফল হিসাবে আউটপুট ডিভাইসে প্রেরণ করে । 

যেহেতু এই অংশ  বিশ্লেষণ/প্রক্রিয়াকরণ করে সঠিক ফলাফল প্রদান করে তাই একে কম্পিউটারের মস্তিষ্ক বলে । সতারাং বলতে গেলে মাইক্রোপ্রসসরকেই সি.পি. ইউ বলা হয় ।  খুব সুক্ষ ভাবে এটি তৈরী । কার্যক্ষমতার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সি.পি. ইউ বাজারে দেখা যা যায় ।