ইনপুট ডিভাইস : কম্পিউটারে যে সকল যন্ত্র দ্বারা তথ্য উপাত্ত গ্রহন করে এবং সেই ভিত্তিতে প্রকৃয়া করে ফলাফল প্রদান করে তাকে ইনপুট ডিভাইস বলে।
উদাহরন:
- মাউস
- কীবোর্ড
- জয়স্টিক
- ডিজিটাইজার
- লাইট পেন
- স্ক্যানার
- মাইক্রোফোন
- বারকোড রিডার
- অপটিকেল মার্ক রিডার
কীবোর্ড এর সাধারনত ৮৪ কী থাকে তবে এখন কার বাজারে ১০১-১০৮ কীবোর্ড পাওয়া যায় যা অতিরীক্ত কী হিসাবে সংযুক্ত।
জয়স্টিক ঃ জয়স্টিক হল একটি ইনপুট ডিভাইস। যা কম্পিউটারে গেম খেলতে ব্যবহার হয়। বর্তমান বাজারে বিভিন্ন ধরনের এবং গঠনের জয়স্টিক পাওয়া যায় । কোনটি আছে লাঠির মত আবার কোনটি সমতলে অনেক ফাংশন কী লাগানো । কোনটির মাঝে গোলাকার একটি বল থাকে আবার কোনটির দুই সাইডে হাতল মত থাকে ।
ডিজিটাইজার ঃ ডিজিটাইজার ইনপুট ডিভাইস যার দারা এনালগ সিগন্যালকে ডিজিটালে রুপান্তর করে থাকে। দেখতে অনেক টা বোর্ডেরে মত যার একটি পেন আছে । এই পেন দ্বারা বোর্ড এ যা লেখা হয় তা ইনপুট হয়ে প্রক্রিয়া সম্পন্ন হয়ে আউটপুটে ফলাফল দেখায়।
লাইট পেন ঃ লাইট পেন যার অর্থ আলোর কলম । এটি একটি ইনপুট ডিভাইস। এর ভিতরে রয়েছে অপটিকেল সিস্টেম যা হালকা ভাবে কলমের ডগায় বসানো রয়েছে যা অনেক সংবেদনশীল উপাদান স্ক্রিনের অবস্থান সনাক্ত করে এবং সি.পি.ইউ.তে সংকেত প্রেরণ করে ।
স্ক্যানার ঃ স্ক্যানার স্ক্যানার একটি ইনপুট ডিভাইস । যখন এর ভিতরে কোন তথ্য যে মন কাগজ বা কোন ছবি তা অপটিকেল দারা সেগুলোকে ক্যাপচার করে বা হবাহু কপি করে সি.পি. ইউ তে পাঠায় এবং তার প্রক্রিয়া শেষে ডিজিটাল তথ্য হয়ে মনিটরে আমরা দেখতে পাই।
মাইক্রোফোন ঃ মাইক্রোফোন একটি ইনপুট ডিভাইস যা শব্দ গ্রহনের কাজে ব্যবহার করা হয় । এটি ছাড়া কম্পিউটারে শব্দ গ্রহন সম্ভব নয় । সংগীতে অনেক ধরনের মাইক্রোফোন ব্যবহার হয়ে থাকে । বর্তমানে সোশ্যাল নেটওয়ার্ক ভয়েজ বার্তা পাঠাতে খুব বেশি ব্যবহার হয়ে থাকে । ভয়েজ কমান্ড গ্রহন করে অনেক প্রোগ্রাম নিয়ন্ত্রন করা যায়। যেমন গুগল ভয়েজ, অ্যামাজন অ্যালেক্সা ভয়েজ কমান্ড দারা চালনা করা হয়।
বারকোড রিডার ঃ বর্তমান সময়ের বড় বড় সুপার মার্কেট গুলেয় দেখা যা তারা খাতা কলমে তাদের পণ্য মূল্য লিখে রাখে না পকেটের গায়ে দাগ কাটা কোড গুলো যন্ত্রের সাহায্যে স্কান করে তাদের হিসাব রাখে বা ক্রেতার থেকে মূল্য নিয়ে থাকে। প্রতি দাগের একটি করে মনে থাকে যা যন্ত্রটি রিড করে সুক্ষ ভাবে আউটপুট প্রদান করে ।
অপটিকেল মার্ক রিডার ঃ অপটিকেল মার্ক রিডার সংক্ষেপে (ও,এম, আর )। কাগজে আলোর প্রতিফলরেন দারা কলির দাগ কে পর্যবেক্ষন করে সি.পি.ইউতে প্রক্রিয়া করে মনিটরে সুক্ষ ফলাফল প্রদান করে । বিশেষকরে পরীক্ষার এম.সি.কিউ পর্যলচনা করতে ব্যবহার করা হয়।
0 Comments