উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের কৃর্তক তৈরী কৃত একটি গ্রাফিকাল ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম । ১৯৮০ সালে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ১.0 প্রথম প্রকাশ করে।
মাইক্রোসফট উইন্ডোজের ইতিহাস
আমরা আজ যে উইন্ডোজ ১০ ব্যবহার করতে ছি তা একদিনে আসে নি । এর পিছনে রয়েছে অরেক গুলো উইন্ডোজ ভার্সনের গল্প। যার শুরু হয়ে ছিলো ওএস ২ নামে অপারেটিং সিস্টেম থেকে।মাইক্রোসফট কর্পোরেশনের প্রায় ১৯৭২ সাল থেকে বর্তমান সময় পয়র্ন্ত প্রায় ১৪ টির মত অপারেটিং সিস্টেম সংঙ্করন প্রকাশ করে ।
মাইক্রোসফট উইন্ডোজেরে ভার্সন সমূহ ঃ
- উইন্ডোজ ১.০ প্রকাশ সাল ১৯৮০
- উইন্ডোজ ২.০ প্রকাশ সাল ১৯৮৭
- উইন্ডোজ ৩.০ প্রকাশ সাল ১৯৯০
- উইন্ডোজ ৩.১ প্রকাশ সাল ১৯৯২
- উইন্ডোজ ৯৫ প্রকাশ সাল ১৯৯৫
- উইন্ডোজ ৯৮ প্রকাশ সাল ১৯৯৮
- উইন্ডোজ ২০০০ প্রকাশ সাল ১৯৯৯
- উইন্ডোজ মিলিনিয়াম প্রকাশ সাল ২০০০
- উইন্ডোজ এক্সপি প্রকাশ সাল ২০০১
- উইন্ডোজ ভিস্তা প্রকাশ সাল ২০০৭
- উইন্ডোজ ৭ প্রকাশ সাল ২০০৯
- উইন্ডোজ ৮ প্রকাশ সাল ২০১২
- উইন্ডোজ ৮.১ প্রকাশ সাল ২০১৩
- উইন্ডোজ ১০ প্রকাশ সাল ২০১৫
বর্তমান সময়ের উইন্ডোজ ঃ ২০২০ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর পরিসংখ্যানের দিক থেকে বর্তমান
- উইন্ডোজ ১০ - ৭৫.৮%
- উইন্ডোজ ৭ - ১৮.৯%
- উইন্ডোজ ৮/৮.১ - ৪.৯%
- উইন্ডোজ ভিস্তা/এক্সপি - ০.৭%
উপরক্ত তথ্য থেকে দেখা যাচ্ছে দিনে দিনে উইন্ডোজ ১০ এর ব্যবহার কারী বেড়েই যাচ্ছে । আর পরের ভার্সন গুলো বেশ পুরোনো হয়ায় মাইক্রোসফট কর্পোরেশন তাদের উইন্ডোজ ১০ ছাড়া বাকি গুলোর আপডেট বন্ধ করে দিয়েছে ।
মাইক্রোসফট কর্পোরেশনের অফিসিয়াল ওয়েব সাইটে ৩টি ভার্সন পাওয়া যায় আর বাকি গুলো অফিসিয়াল বন্ধ করে দিয়ে ছে । মাইক্রোসফট কর্পোরেশনের অফিসিয়াল ওয়েব সাইটে যেতে ক্লিক করুন এখানে মাইক্রোসফট কর্পোরেশন।
বলতে গেলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম মাঝে উইন্ডোজ ১০ তুলনামূলক বেশি সিকিউর শক্তিশালী । সুতারাং যারা জানেন না বা হালকা হালকা ধারনা আছে তাদের বলছি পরবতীর্তে পোষ্ট গুলোয় আমরা উইন্ডোজ ১০ এর প্রাথমিক স্তর থেকে খুটি নাটি জানবো এবং জানবো কি করে উইন্ডোজ ১০ সেট-আপ করতে হয় কি করে ব্যবহার করতে হয় ।
উইন্ডোজ ১০ সব যুযোগ সুবিধা উপলব্ধি করতে আপনাকে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ড খুলে নিতে হবে পরবর্তী পোষ্টে জানব মাইক্রোসফট অ্যাকাউন্ড কি করে খুলতে হয় ।
0 Comments