মাইক্রোসফট এবং উইন্ডোজ মঝে পার্থক্য কী? জানতে আসলাম উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে খুটিনাটি এখানে দেখতে ছি মাইক্রোসফট, হয়ত আপনার মনের অনেক প্রশ্নই বেধে গেছে! হ্যা আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সব জানবো তার আগে জানবো মাইক্রোসফট এবং উইন্ডোজ সম্পর্কে ।
উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের কতৃক তৈরী অপারেটিং সিস্টেম । এবং মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিল গেটস এবং পল এলেন ।
প্রথমে তারা ট্রাফ ও ডেটা নামে খুলেন পরবতীর্তে নাম দেন মাইক্রোসফট কর্পোরেশনের সাল ১৯৭৫।
এর প্রতীক হচ্ছে একটি চার কোনা চার রংয়ের বক্স সদৃশ্য ক্ষেত্র বিশেষে বৃত্তকার ও ব্যবহার দেখা যায় তবে বর্তমান সর্বশেষ তোদের রিলিজ কৃত অপারেটিং সিস্টেমে পরিবর্তন এনেছে পুরোটা নীল।উপরের ছবিটিতে মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং পল এলেন এবং তাদের প্রতীক।
১৯৮০ সাল তখন চলতে ছিলো কম্পিউটারের চতুর্থ প্রজন্ম। সে সময় চলতে ছে কম্পিউটার যন্ত্রাংশের পরিবর্তনের এক বিশাল বিপ্লব । আাই .বি. এম কম্পানি সে সময়ে এক অপ্রতিদন্ডি কম্পিউটার তৈরী কম্পানি । ঠিক সে সময়ে মাইক্রোসফট কর্পোরেশনের এবং আাই .বি. এম দুই কম্পানি চুক্তি বদ্ধ হলো একটি অপারেটিং সিস্টেম তৈরীতে । আর সেই চুক্তি মত তৈরী হলো অপারেটিং সিস্টেম, যার নাম দেওয়া হলো ওএস ২ । ঠিক তার পর মাইক্রোসফট থেমে থাকলো না তারা তারা ভাবতে থাকলো আরো একটি বাজারজাত বন্ধুত্ব পূর্ন অপারেটিং সিস্টেমের কথা । আর তারা আাই .বি. এম কম্পানি সাথে চুক্তির পাশা পাশি এই ভাবনা থেকে তৈরী করল তাদের প্রথম বাজারজাত অপারেটিং সিস্টেম সাল ১৯৯০ । যার নাম দেওয়া হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম ১.0। মাইক্রোসফট কর্পোরেশন কে আর পিছু ফিরে তাকাতে হয়নি শুর হলো তাদের নতুন পথ চলা । উইন্ডোজ অপারেটিং সিস্টেম ১.0 এতটা জনপ্রিয় হয়ে উঠলো বাজরের সিংহ ভাগ ৯০% মাইক্রোসফট কর্পোরেশনের দখলে। আর তার পর আসতে শুরু করলো তাদের একের পর এক এবং পূর্বের থেকে শক্তিশালী উন্নত অপারেটিং সিস্টেমে ।
আজ এ পযর্ন্তই পরবর্তী লেখনীতে আমরা জানব সেই সমস্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিপ্লব এবং ইতিহাস ।
0 Comments