আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে ভাই Bluestacks, Nox, Memu ইত্যাদি তো কম্পিউটারের জন্য আছে ফোনের জন্য কি কোন ভালো এমুলেটর নেই? তাদের প্রশ্নের উত্তর দিতেই আজকের এই পোষ্ট। জ্বি ভাই আছে সেটার নাম হলো VPHONEGAGA সম্পূর্ন্ন ফ্রী এবং নিরাপদ । আগেই বলে রাখি এটা ভার্চুয়াল এন্ড্রয়েড ফোন এমুলেটর এন্ড্রয়েডে ব্যবহার করার জন্য।
VPHONEGAGA অ্যাপ রিভিউ:
সাইজ - 285 MB Only
অ্যাপ স্ট্যাটাস - সম্পূর্ন্ন ফ্রী মোড ভার্সন।
যে সমস্ত ফোনে ব্যবহার করা যাবে - ন্যূনতম কনফিগারেশন ৩/৩২
VPHONEGAGA ডাউনলোড করুন।
কেন ব্যবহান করবেন VPHONEGAGA ?:
যাদের আপডেট আসার পর গেইম ক্রাশ করতেছে তারা ব্যবহার করতে পারবেন। তাছাড়া এমুলেটর রুট অবস্থায় পাবেন ফলে ফোন রুট না করেই রুটের সাধ নিতে পাবেন। VPHONEGAGA ব্যবহার করে আপনার রিয়েল ফোন ব্যান করা থেকে বাচাতে পারেন। আপনি আপনার আইএমইআই, মেক অ্যাড্রেস চাইলে ইচ্ছামত পরিবর্তন করে ব্যবহার করতে পারেন। সুতারং কোথায় ব্যান হলে আপনি আইএমইআই, মেক অ্যাড্রেস পরিবর্তন করে আবর ব্যবহার করতে পারবেন। সহজ ভাবে বলতে গেলে আপনি পুরো সিস্টেম মডিফাই করে ব্যবহার করতে পারেন।
অনেকেই প্রশ্ন করবেন ভাই আমাদের তো ফোনে সেকেন্ড স্পেস আছে, সবার ফোরে সেকেন্ড স্পেস নেই, তাছাড়া সেকেন্ড স্পেস ব্যবহার করলেও আপনার ফোনের আইডি বা আইপি অ্যাড্রেস পরিবর্তন হবে না, সুতারাং VPHONEGAGA পুরোপুরি ভার্চুয়াল যাতে সব কিছুই নতুন আকারে পেয়ে যাবেন।
ডাউনলোড শেষে ইনস্টল করুন। নিচে ফাইল ট্রান্সফার একটি অ্যাপ পেয়ে যাবেন সেখানে আপনার প্রয়োজনিয় ফাইল বা অ্যাপ গুলো ট্রান্সফার করুন এবং ইনস্টল করুন। ভার্চুয়াল ফোনটিতে অবশ্যই আপনার জিমেইল লগইন চাবে। জিমেইল লগইন করুন। আপনি আপনার প্রয়োজনে VPHONEGAGA অ্যাপটির সুইচ চালু বা বন্ধ করতে পারেন। ফাইল গুলো ট্রান্সফার হয়ে থাকলে এগুলো হারানোর ভয় নেই আপনি চালু করলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত অ্যাপ গুলো।
VPHONEGAGA ইনস্টল হয়েগেলে দেখবেন যে আপনার ভার্চুয়াল ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না, চিন্তা করার কারন নেই সেটিং এ যান, তার পর ফোন সেটিং এ যান তার পর সিম অপশন টিতে যান অন করে দিন পেয়ে যাবে।
0 Comments