লিনাক্স অপারেটিং সিস্টেমের লোগো হলুদ রং।

 লিনাক্স ওস (Linux OS) বলতে সরাসরি কোন Operating System নেই। কি অবাক হয়ে গেলেন ?

আমাদের অনেকেই ভেবে থাকি Linux  একটি Operating System। প্রকৃত পক্ষে লিনাক্স  একটি Open Source Kernel ।আর এই Linux  Kernel based করে অনকে অনকে Operating System বানানো হয়েছে যা আমরা সংক্ষেপে লিনাক্স  বেস ওস  বলে থাকি। লিনাক্স  হচ্ছে  উনিক্স  ভিত্তিক স্বাধীন আধুনিক মাল্টিটাস্কিং  অপারেটিং সিস্টেম। সোজা কথায় বলতে গেলে উনিক্স  অপারেটিং সিস্টেম থেকেই  লিনাক্স অপারেটিং সিস্টেম এসেছে।  

উদাহরন হিসাবে :  Kali Linux, Ubontu, Mint, Red Hat  ইত্যাদি ইত্যাদি। 

হিস্ট্রি অফ লিনাক্স - রাকিব নোটস

চিত্র:  হিস্ট্রি অফ লিনাক্স - রাকিব নোটস।


১৯৬৯ সালে উনিক্স অপারেটিং সিস্টেম আত্মপ্রকাশ করে । বলতে গেলে সেই তৈরীর সময় থেকেই সারা বিশ্বে এটি জনপ্রিয়তা পায়। বলে রাখা ভালোযে এটি তৈরী করা হয়েছিলো মিনি কম্পিউটারের জন্য যা দ্রুত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পরে এবং পরিধি বারতেই থাকে । প্রথেমের দিকে এটি শুধু মাত্র একাডেমিক কজে ব্যবহার করা হলেও পরবর্তীতে  সকল ধরনের কাজে ব্যবহার বারতে থাকে। সময়ের সাথে এটিকে মাইক্রো কম্পিউটারের জন্য ডিজাইন করা হয়, যাতে করে সর্ব সাধারন ব্যবহার করা শুরু করে । এরেই ধারাবাহিকতায় আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম পাই।যার পূর্বসরি ছিলো উনিক্স। উপরের চিত্রে লিনাক্স অপারেটিং সিস্টেমের পর্যাক্রমে ধারাবাহিক কাল দেখানো হয়েছে। যা শুরু হয়ে  ছিলো ১৯৬৯ সালে বেলস লেবস দারা।

১৯৬৯ সালে প্রথম এডিশন

 ১৯৭৩ সালে পঞ্চম এডিশন

১৯৭৬ সালে ষষ্ঠ এডিশন 

১৯৭৭ সালে 1BSD 

১৯৯৮ সালে 2BSD 

১৯৮০ সালে Xenix Edition  চলে আসে

১৯৮৩ সালে রির্চাড স্টেলমেন ( Richard Stallman) GNU প্রজেক্ট তৈরী করে যা তিনি ফ্রী অপারেটিং সিস্টেম হিসামে ঘোষনা করে সর্বসাধারনের ব্যবহারের জন্য।

১৯৮৫ সালে সর্ব সাধারনের জন্য চলে আসে Sun Os

১৯৮৭ সালে Chorus 

১৯৯২ সালে আবার নতুন করে লিনাক্স কার্নেল কে জেনারেল পাবলিক লাইসেন্স দারা প্রকাশিত হয়।

১৯৯৩ সালে ১০০ জন বেশী সংখ্যক ডেভলপার দারা লিনাক্স কার্নেলের আপডেট কাজ শুরু হয়।এবং আজ পর্যন্ত লিনাক্স এর ক্রমবিকাশ চলোমান। ২০২১ এ অব্দি লিনাক্সের অসংখ্য Distrubution প্রকাশিত বা রিলিজ হয়েছে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান দারা। তবে সব Distrubution  এই প্রায় একই বৈশিষ্ট্য প্রতিয়মান। যেমন ফাইল সার্ভিসেস এন এফ এস, এক্স উইন্ডোজ  সিস্টেম।

লিনাক্স  ডেভলপার নাম  হচ্ছে লুইস তোরভালদস (Linus Torvalds)। সি এবং অ্যসেম্বলি প্রোাগামিং ভাষা দারা বানানো। এবং এর প্রতিক হচ্ছে পেঙ্গুইন। ১৭ সেপ্টেম্বর ১৯৯১ সালে প্রথম প্রকাশ ।


লিনাক্স অপারেটিং সিস্টেমের ব্যবহার:

লিনাক্স অপারটিং সিস্টেম এখন প্রায় সবখানেই ব্যবহার করা হয়। প্রথমত এটি শুধু মাত্র একাডেমিক কাজে ব্যবহার হলেও পরে একটি ব্যক্তিগত বা সরকারী ছোট বড় প্রতিষ্ঠনে ব্যবহার বাড়তে থাকে। বিশ্বে বড় কম্পানি গুগলের মতও প্রতিষ্ঠান লিনাক্স ব্যবহার করে। বিশ্বে ৫০% বেশি ওয়েব সাইট লিনাক্স লিনাক্স সার্ভার ব্যবহার করে।


লিনাক্স ডিস্ট্রিবিউশন:

লিনাক্সের অসংখ্য ডিস্ট্রিবিউশন বাজারে রয়েছে এবং যা পুরোপুরি বিনামূলেই পাওয়া যায়। আর কিছু ডিস্ট্রিবিউশন  রয়েছে যা নামে দাম মাত্র । বিভিন্ন ডিস্ট্রিবিউশন বিভিন্ন কাজের উপর ভিত্তিকরে বানায় এক এক প্রতিষ্ঠান ব্যক্তিবৃন্দ্য।

আপনি যদি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারে একেবারেই নতুন হন, বা আগে কখনো ব্যবহার করেন নি, সেক্ষেত্রে আপনি লিনাক্সের উবুন্টু ডিস্ট্রিবিউশন  টি ব্যবহার করতে পারেন । যা ডিজাইন করা হয়েছে একদম সহজ সাবলীল ভাবে। যা অফিসিয়াল ওয়েব সাইট থেকে বিনামূল্য ডাউনলোড করতে পারবেন। 

উবুন্টু ডাউনলোড  করুন বিনামূল্যে।



বাংলাদেশের প্রথম Linux Distribution নাম হচ্ছে বৈশাখী।

Tag: #Linux #LinuxDistribution #LinuxOS

Topic: What is Linux OS?