কম্পিউটার ঃ যে সকল ডিভাইস ইনপুট নিতে পারে এবং সেই ইনপুট কে ভিত্তি করে সংরক্ষন বিশ্লেষণ করে ফলাফল প্রদান করে তাকে কম্পিউটার বলে।
কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসেছে । প্রচীন কালে যে গণনা করতে পারত তাকে কম্পিউটার বলা হত। সাধারন ভাবে বলতে গেলে যে সকল যন্ত্র গণনা করতে পারে তাকে কম্পিউটার বলে ।
বর্তমান সময় কালে কম্পিউটারে ব্যপ্তি শুধু মাত্র গণনাতেই সীমাব্দ না অনেক অনেক জঠিল বড় কাজে গবেষণায় ব্যবহার হচ্ছে । কৃত্রিম বুাদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পাচ্ছে।
উপরে একটি চিত্র দেওয়া আছে সেখানে ৩ টা স্তর দেখানো হয়েছে যে ভাবে কম্পিউটার কাজ করে ।প্রথম স্তর টি হচ্ছে ইনপুট গ্রহন । ইনপুট অনেক ধরনের হতে পারে তাবে তা মানুষ এর বোধগম্য ।
দিত্বীয় স্তর হচ্ছে ইনপুট সংগ্রহ এবং বিশ্লেষণ । এই স্তরে কম্পিউটার আমাদের দেওয়া ইনপুট কে বাইনারী তে রুপান্তর করে কেননা কম্পিউটার বাইনারী ভাষা ছাড়া অন্য কোন ভাষা বুঝতে পারে না । ইনপুট সংগ্রহ করে তা বিশ্লেষন করে পুনরায় সংরক্ষন করে ফলাফল প্রদান করে আমাদের বোধগম্য ভাষায় ।
Tag: #Computer #Input #output
 

0 Comments