Microsoft account is the account that is required by Microsoft server domain to enjoy all the benefits of Microsoft Windows or other technology services of Microsoft.


মাইক্রোসফট অ্যাকাউন্ট কী?কেন খুলতে হবে ? কত টাকা লাগে ? না থাকলে ক্ষতি কি?  মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া কি উইন্ডোজ ব্যবহার করা যাবে না ?   মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া কি অন্যকোথাও এই মেইল অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে?
আউটলুক,হইমেইল,লাইভএর মাঝে পার্থক্য কী?

আপনার সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি বুঝতে না পরলে কমেন্ট বক্স আছেই তাছাড়া মেইল করতে পারেন খুব শীঘ্রই আপনাদের জন্য ইউটুব ভিডিও আসতে ছে ইনশাআল্লাহ। তবে চলুন শুরু করা যাক আজকের টপিকস  মাইক্রোসফট অ্যাকাউন্ট । আমি সাথে আছি রাকিব হাসান 


 মাইক্রোসফট অ্যাকাউন্ট কী

 মাইক্রোসফট অ্যাকাউন্ট হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজের  বা মাইক্রোসফট বাকি প্রযুক্তিগ  সেবার সকল সুযোগ সুবিধা ভোগ করতে যে অ্যাকাউন্ট লাগে  মাইক্রোসফট সার্ভর ডোমেইন কতৃক সেই অ্যাকাউন্ট এই মাইক্রোসফট অ্যাকাউন্ট।

 মাইক্রোসফট তাদের এই  অ্যাকাউন্ট সিষ্টেম কে আউটলুক বা লাইভমেইল বা হটমেইল নামে  করে নিয়েছে । তার মানে আপনি আউটলুক বা  হইমেইল বা লিভ একটি  অ্যাকাউন্ট খুল্লেই  মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলা হয়ে গেল।

এখন প্রশ্ন আউটলুক, লাইভ বা হটমেইল কি আলাদা?

উত্তর হচ্ছে না । আলাদা না একই সার্ভার । username@hotmail.com বা   username@outlook.com আপনি তাদের ডোমেইনের যে কোন একটি পছন্দ করে নিতে পারেন। 

live.com প্রবেশ করলে আপনি যে ওয়েব পেজ পাবেন hotmail.com বা outlook.com একই ওয়েব পেজ পাবেন । ৩ টির যে কোন একটি তে প্রবেশ করলেই হবে । 

কত টাকা লাগে ?

খুলতে কোন টাকা লাগে না একদম ফ্রি।


না থাকলে ক্ষতি কি?

না থাকলে আপনি সিনক্রোনাস ট্রান্সমিশন আল ইন ওয়ান সেবা মাইক্রোসফট  স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড  , বিং সার্চ ইঞ্জিন, স্কাইপি, মাইক্রোসফট  নোট ,  অপারেটিং সিস্টেম/ডাটা ব্যাকআপ ইত্যাদি গুরুত্বপূর্ন অফিসিয়াল উইন্ডোজ  হেল্পেরা মত সেবা গুলো পাবেন না ।


মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া কি উইন্ডোজ ব্যবহার করা যাবে না ? 

উইন্ডোজ ৮/৮.১/১০ ব্যতীত বাকি ভার্সন গুলোয়   মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগতো না ।আপনি পূর্বের ভার্সন গুলো ব্যবহার করলে লাগবে না । উপরের ৩ টি হলে লাগবে । কম্পিউটার অফলাইন সবসময় ব্যবহার করবেন বলে ঠিক করে ছেন তবে না থাকলেও চলবে ।


মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া কি অন্যকোথাও এই মেইল অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে?

জ্বি হ্যা যাবে, প্রায় সব  সোসাল নেটওর্য়াকে  যেমন ফেসবুক টুইটার  ওকে ভিকে ইত্যাদিতে প্রবেশ করেত ব্যবহার করা যাবে । যে কোন মেইল গ্রহন বা পাঠনো যাবে । 

জিমেইল মত ব্যবহার করতে পারবেন । জিমেইল এর মত করে এর ও ক্লাউড সেবা আউটলুক ড্রাইভ আছে যা আপনাকে ৫ জিবির ফ্রি ব্যবহার করার সুযোগ প্রদান করে । মেইল বক্স , ফোনবুক, ছবি রাখার ইত্যাদি জিমেইল মত সব সুবিধাই আছে । 

আপনার যদি উইন্ডোজ  থাকে তেবে একই অ্যাকাউন্ট  কম্পিউটার এবং ফোনে ব্যবহার করতে পারবেন ফলে আপনার লাইফ স্টাইল আরো সহজতর হবে। 



[বিঃদ্রঃ আপনি জিমেইল বা যে টপ ডোমেইন মেইল বা ফোন নাম্বার  দিয়ে  মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে পাবেন]

কি ভাবে খুলবো?

পরবর্তী পোষ্টে দেখাবো কি করে খুলতে হয় ।