How to Open Microsoft account

মাইক্রোসফট  লাইভ হটমেইল আউটলুক অ্যাকাউন্ট  যে ভাবে খুলবেন 

প্রথমে আপনার কম্পিউটারের যে কোন একটি ব্রাউজার খুলে নিতে হবে । নিচের লিংকের যে কোন একটি তে প্রবেশ করুন 



চিত্র: ১ 
Open microsoft accout link

১. উপররে লিংকে ক্লিক করুন অথবা আপনার ব্রাউজারে অ্যাড্রেস টাইপ করুন ।


চিত্র : ২
Creat Accout Image



২. ক্রিয়েট অ্যাকাউন্ডে ক্লিক করুন।

চিত্র : ৩
Create User Name Microsoft Live Hotmail Outlook Account


৩. আপনার পুরুনাম লিখুন 
৪. যে কোন একটি নিবার্চন করুন

চিত্র: ৪
Select Hotmail / Live Microsoft Live Hotmail Outlook Account



৪.১. নিবার্চন সম্পন্ন করুন
৫. নেক্সটে ক্লিক করুন

চিত্র : ৫
Set Up your password Microsoft Live Hotmail Outlook Account


৬. উদাহরনের মত করে শক্তিশালী পাসওয়ার্ড দিন 
৭. নেক্সটে ক্লিক করুন

চিত্র: ৬ 
Click Next Option Microsoft Live Hotmail Outlook Account


৮. আপনার প্রথম নাম এবং শেষের নাম দিন
৯. নেক্সটে ক্লিক করুন

চিত্র : ৭
See your Microsoft Live Hotmail Outlook Account

১০. আপনার হটমেইল আউটলুক মেইল দেখতে পাচ্ছেন তা কাগজে লিখে রাখুন
১১. আপনার দেশ নিবার্চন করুন

বেস হয়েগেল আপনার হটমেইল আউটলুক অ্যাকাউন্ট । মেইল পেজ এলে মেইল সেটিংসে গিয়ে টু স্টেপ ভেরিফিকেইশন অন করে দিন আর নিরাপদে ব্যবহার করুন লাইভ হটমেইল আউটলুক অ্যাকাউন্ট । বুঝতে না পারলে মেইল অথবা কমেন্ড করুন।