আমাদের পার্সোনাল কম্পিউটার বিশেষ করে লেপটপে এই সম্যসাটি বেশি দেখা যায় । পুরো কীর্বোড ঠিক আছে দুই একটি কী কাজ করতেছে না । কিছু সিরিয়াস টাইপ কী আছে যেমন Esc, Ctrl, Alt, Shift, Inter এ কী গুলো কীতে সমস্যা (Automatic Press) দেখা দিলে ত কথায় নেই কোন কাজেই করতে পারবেন না। Esc তে এমন বার বার একাই একাই চাপ পরলেই কম্পিউটার অন করতেই পারবে না । এমন সমস্যায় কীবোর্ড পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, গুনতে হয় মোটা অংকের টাকা । যদিও হতে পারে আপনার ব্যবহৃত কীবোর্ডটি প্রায় নতুন ।
কীবোর্ড স্বয়ংক্রিয় টাইপিং সমস্যা হয়ে থাকে দীর্ঘ দিন আপনার কীবোর্ড কী গুলো ব্যবহার না করায় বা আদ্র জায়গায় ব্যবহার করা কী ভীতরে ফাংগাস জমে যায় অথবা ধুলাবালি জমে বা ভিতরে পানি গিয়ে ও শর্টসার্কিট হতে পারে যার ফলে এমন সমস্যা দেখা দেয়।
পরামর্শ ঃ
আনেকেই নতুন লেপটপ কেনার পর এক্সট্রানাল কীবোর্ড ব্যবহার করে থাকে যাতে করে লেপটপের কীবোর্ডটি দীঘ দিন নতুন থাকে বা কোন সমস্যা দেখা না দেয় কিন্তু প্রকৃত পক্ষে ঘটে এর বিপরীত দীর্ঘদিন ব্যবহার না করায় লেপটপের কীবোর্ডে ফাংগাস জন্মে বা ধুলাবালিতে শর্টসার্কিট হয়ে যায় প্রতিক্রিয়া সরুপ কীবোর্ড স্বয়ংক্রিয় টাইপিং সমস্যা দেখা দেয় কীবোর্ড নতুনই থাকে আপনাকে পড়তে হয় বারতি সমস্যায়। আর আজ কাল লেপটপ বা কম্পিউটার কম্পানি গুলো প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে তাদের হার্ডওয়্যার গুরুত্ব দিয়েই তৈরী করে থাকেন সুতারাং নিশ্চিন্তেই আপনি ইন্টারনাল কীবোর্ড ব্যবহার করতে পারেন । ক্ষেত্র বিষেয়ে যখন আপনি ভারী কাজ করবেন যেমন গেমিং সে সময় এক্সট্রানাল কীবোর্ড ব্যবহার করুন । প্রয়োজনে কীবোর্ডের প্রটেক্টর ব্যবহার করুন আজ কাল বাজারে ভালো মানের কীবোর্ড প্রটেক্টর পাওয়া যায় ।
KeyTweak-RakibHasanNotes |
১. এখান থেকে যে কী টির সমস্যা সেটি নিবার্চন করে নিতে হবে
২.নিবার্চন হয়ে গেলে Disable Key তে প্রেস করতে হবে ।
৩. তারপর Apply করলে সেভ করুন কাজ শেষ
যদি কী টি পরিবর্তন করে তার বিকল্প অন্য কী সেট কতে চান সে ক্ষেত্রে ৬ নং চিত্র
Choose New Remapping যে কী কী টি সেট করবেন সেটি নির্বাচন করে দিন Apply করলে সেভ করুন ।
চিত্র ৪ নং বার্ত দেখতে পাবেন কী পস্থিতি চিত্র ৫ নং ক্লিক করলে সব মুছে আগের পর্যায়ে চলে যাবে ।
বুঝতে অসুবিধা হলে ইউটিউব টিউটোরিয়ালটি দেখতে পারেন
0 Comments